দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিহাস | Dakshineswar Kali Temple Historical past | Hindu Shastra in Bengali |
দক্ষিণেশ্বর কালী মন্দিরের অজানা তথ্য
দক্ষিণেশ্বর কালী মন্দির, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান। মন্দিরটি কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত। ১৮৫৫ সালের ৩১ মে স্নানযাত্রার দিন হুগলী নদীর পূর্বপাড়ে অবস্থিত দক্ষিণেশ্বর নামক স্থানে এই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করেন রানি রাসমণি। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়।
সনাতন পন্ডিতের পাঠশালার আজকের আয়োজনে আমরা হাজির হয়েছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিহাস ও নানা অজানা তথ্য নিয়ে। ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।
দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজা দেয়ার সময়সূচী
দক্ষিণেশ্বর কালি মন্দিরে প্রতিদিন অজস্র পূণ্যার্থীর ভীড় লেগেই থাকে। মূল মন্দিরে পূজা দেয়ার নির্দিষ্ট সময় রয়েছে। সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস অবধি ভোর ৬টা থেকে দুপুর ১২.৩০ অবধি। আবার বিকাল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি আবার সকালে ভোর ৬টা থেকে দুপুর ১২.৩০ অবধি। এবং বিকেলে ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
যারা ফাঁকায় পূজা দিতে চান তারা চলে যেতে পারেন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে। ওই সময় মন্দিরে কিছুটা ভিড় কম থাকে। এর পরেও দুপুর ১২.৩০ অবধি মন্দির খোলা থাকে। তাই পূজা দিতে পারবেন। মঙ্গল আরতি হয় সূর্য ওঠার আগে। গ্রীষ্মকালে ভোর ৪টে ও শীতকালে ভোর ৫টায়। ভোগ আরতি হয় দুপুর ১২টায়। ভোগের কুপন কেটে নিতে পারেন সকাল ৯টা থেকে। এক একজনের ক্ষেত্রে ৫০ টাকা মত পড়ে। আর সন্ধ্যা আরতি হয় শীতকালে সন্ধ্যা ৬.৩০টায় আর গ্রীষ্মকালে সন্ধ্যা ৭টায়।
কলকাতায় গেলে দক্ষিণেশ্বর কালীবাড়ি ঘুরে আসতে ভুলবেন না একদম। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা ভবতারিণী। ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় মা ভবতারিণী।
**শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখতে পারেন এখান থেকে।
শারদীয় দূর্গা পূজা ২০১৮ সময়সূচী ও প্রয়োজনীয় তথ্য | Durga Puja 2018 | Hindu Shastra in Bengali
কেন পতিতালয়ের মাটি দিয়ে গড়া হয় দুর্গা দেবীর প্রতিমা ?
দুর্গাপূজার ৫দিন ভুলেও এই কাজগুলো করা উচিত নয়
পুরাণমতে শরৎকালের দুর্গাপূজাকে কেন মহাপূজা বলা হয়?
দুর্গা মায়ের প্রিয় তিথি অষ্টমীতে করুন এই কাজ ফিরবে সৌভাগ্য!
আলিপুরদুয়ারে চৌধুরী বাড়ির দুর্গা প্রতিমার মাটি কোথা থেকে আসে জানেন?
দুর্গাপূজার দশমীতে গোটা গ্রামের প্রণাম পান পুরুলিয়ার ‘একদিনের রাজা’
শারদীয় দুর্গাপূজায় আকর্ষনীয় শাড়ি কিনুন একেবারে কম মূল্যে!
Our Fb Group: True Historical past of Hinduism
https://www.fb.com/teams/hinduism.historical past
Our Fb Web page
https://www.fb.com/historical past.hinduism
#HinduTemple
#DakshineshwarKaliTemple
#HinduShastra
source